December 22, 2024, 10:12 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অক্টোবর মাসে দেশে উদ্ধোধন হবে বড় চারটি প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসে উদ্ধোধনের দিন তারিখ ঠিক করবেন। সামনেই নির্বাচন। নির্বাচনী বিধিবিধান থাকায় উন্নয়ন প্রকল্প উদ্ধোধনের সুযোগ পাবে না ক্ষমতাসীন দল। তাই বড় এই চার প্রকল্পের উদ্বোধন ঘিরে দলকে আরও উজ্জীবিত করতে তৎপর আ’লীগ।
প্রকল্পগুলো হলো ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ এবং চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল। আর এসবের পেছনে দলকে সর্বশেষ গুছিয়ে এনে নির্বাচনের কাতারে দাড় করানোর প্রচেষ্টা নিয়েছে আওয়ামী লীগ। অক্টোবর মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করছে ক্ষমতাসীন দলটি। এছাড়া দলীয় নেতা-কর্মীদের বাইরেও একাধিক সুধী সমাবেশ করবে দলটি।
রবিবার (১ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এমন ঈঙ্গিত করেছেন।
বৈঠকে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ৭ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি উদযাপন করতে সুধী সমাবেশ করা হবে। আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ করা হবে।’
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন জানিয়ে তিনি বলেন, ‘‘এ উপলক্ষে মতিঝিলের শাপলা চত্বরে সুধী সমাবেশ করা হবে। অক্টোবরের শেষে ২৮ তারিখে উদ্বোধন হবে দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম ‘বঙ্গবন্ধু টানেল’। সেখানেও সমাবেশ হবে।’’
এসব সমাবেশে বিপুল সংখ্যক জনসমাগম করার প্রস্তুতি নিতে নেতাদের নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সামনে সময় আছে মাত্র ৩০ দিন। আমিন বাজারে ৩ অক্টোবর সমাবেশ হবে। ঢাকার অপর প্রান্তেও সমাবেশ হবে। ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হবে।’
আওয়ামী লীগ সভাপতি বলেছেন ঢাকা ও এর আশপাশের জেলায় সমাবেশের দরকার আছে, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ তিন সংগঠন মিলে বিশাল সমাবেশ করতে হবে। গণভবনেও মহিলাদের সমাবেশ হবে। পেশাজীবীদের নিয়ে আরেকটি সমাবেশ করা হবে।’
এ ছাড়া সব সাংগঠনিক জেলা, উপজেলায় মাসব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বড় ধরনের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি তা করতে নিষেধ করেছেন বলে জানান ওবায়দুল কাদের।
Leave a Reply