December 30, 2024, 2:08 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীনর আওয়ামী লীগ সারাদেশে একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিম গঠন করতে যাচ্ছে। ইতোমধ্যে এ উপলক্ষে একটি মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জানানো হয়েছে, এই টিম বর্তমান সরকারের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ভোটারের কাছে পৌঁছে দেবে। এর আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়া হবে।
আরও জানানো হয়, প্রতিটি লোকালয়ের জন্য একজন করে ক্যাম্পেইনার মনোনীত করা হবে। তাদের প্রশিক্ষণ দেবেন উপজেলা পর্যায়ের প্রশিক্ষকরা। উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষকদের প্রশিক্ষিত করার জন্য আওয়ামী লীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে একটি মাস্টার ট্রেইনার গ্রুপ তৈরি করছে। যারা প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে গিয়ে স্থানীয় প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। সারা দেশ থেকে মনোনীত ১০০ মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যারা পরবর্তী সময়ে পর্যায়ের আরও নির্বাচনি প্রচারণা কর্মীদের প্রশিক্ষণ দেবেন।
এসবের সমন্বয় করছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার। এটি নিয়ে কাজ করছেন ‘অফলাইন ক্যাম্পেইন’র ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবু বকর।
Leave a Reply