দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ১১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে দৌলতদিয়ার ফকিরপাড়া এলাকায় ঐ রুটে চলাচলকারী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে উদ্ধারকারী দল লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর জানান, গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া ফকিরপাড়া এলাকায় এলে মাঝের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে কোন হতাহতের ঘটনা ছিল না।
দুপুরের পরে রাজবাড়ী থেকে রিলিফ বগি উদ্ধারের কাজ শুরু করে। রাত পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগি দু'টি উদ্ধার করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি