December 22, 2024, 10:10 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জেলার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে মাছ বোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। আজ সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
হতাহতের এ ঘটনা নিশ্চিত করেছেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক কামরুল হাসান।
তিনি জানান, আলমডাঙ্গার শিবপুর গ্রাম থেকে আট শ্রমিক কাজের জন্য ইজিবাইক চেপে পার্শ্ববর্তী জেলা মেহেরপুরে যাচ্ছিলেন। পথে হাটবোয়ালিয়া বাজারে সোনালী ব্যাংকের সামনে বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি মাছবোঝাই ট্রাক শ্রমিকবাহী ইজিবাইককে ধাক্কা দেয়।
এ সময় ইজিবাইকে থাকা আট আরোহী আহত হন। স্থানীয় লোকজন ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের শিবপুর গ্রামের আতিয়ারের ছেলে সাজিবুল (৫২) ও শখা মোল্লার ছেলে খাইরুল (৪০)।
মরদেহ দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক কামরুল হাসান।
তিনি আরো জানান, ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। ট্রাক ও ইজিবাইক হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প হেফাজতে রয়েছে।
Leave a Reply