দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে রাজ্জাক (৩৫) নামের এক বেকারী পণ্য সরবরাহকরী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃত রাজ্জাকের বাড়ি সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বেপারীপাড়ায়। তিনি একই এলাকার নুরুল শেখের ছেলে। রাজ্জাক বিভিন্ন বেকারির বিস্কুট শহরের দোকানে দোকানে ডেলিভারির কাজ করতেন।
কুষ্টিয়ার জগতি পুলিশ ফাঁড়ি ক্যাম্পের এএসআই কামরুজ্জামান জানান, রাজ্জাকের মরদেহ নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে এই ঘটনা ঘটেছে।
মৃতের মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি