January 3, 2025, 11:37 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চতুর্থ পর্যায়ে কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় কুষ্টিয়ায় আরও ১৬০ গৃহহীন ও ভূমিহীন ঘর পাচ্ছেন। সোমবার
কুষ্টিয়া জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, কুষ্টিয়ার জেলার খোকসা উপজেলায় চতুর্থ পর্যায়ে আরও ঘর পাচ্ছেন ১৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো খোকসা উপজেলাতেও ১৬০টি পরিবারের মধ্যে কবুলিয়ত, জমির খতিয়ান, সেমিপাকা গৃহ প্রদানসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলার ৫টি উপজেলায় নিবন্ধিত মোট ভূমি ও গৃহহীনের সংখ্যা ছিল ১৪৭৫ জন। এরমধ্যে ১৩১৫ জন জমি এবং নতুন আধাপাকা বসতঘর পেয়েছেন। বাকী ১৬০ জনকে আগামী ৯ আগস্ট প্রদান করা হবে।
Leave a Reply