দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনীতে নাশকতা মামলায় বিএনপি দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ আগস্ট) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাওয়ানুল হক ইমন (২৮) ও সাহারবাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ(৫৮)।
গাংনী থানা ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ২ আগস্ট বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল ও লাঠিসোটা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
তিনি আরও জানান, ওই মামলার ছয় নম্বর আসামি পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাওয়ানুল হক ইমন ও সন্দেহভাজন আসামি হিসেবে সাহারবাটি ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর আদালতের মাধমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি