দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মাদক ব্যবসায়ীদের পক্ষে ওকালতি না করার আহবান জানিয়েছেন। তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনী কষ্ট করে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে। কিন্তু তারা চার-পাঁচ দিন পরেই জামিনে বেরিয়ে আসে। এটা বন্ধ করতে হবে। যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী, অতীতে একাধিকবার জেল খেটেছে তাদেরকে গ্রেপ্তার করলেও আইনজীবীরা ঝাপিয়ে পড়ে। আইনজীবীদের অনুরোধ জানাচ্ছি, আপনারা মক্কেলকে আইনি সেবা দেন, কিন্তু দয়া করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পক্ষে ওকালতি বন্ধ করুন।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনজীবীদের অনুরোধ করে তিনি আরও বলেন, যেসব মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়, তাদেরকে চালান করার সাত দিনের মধ্যেই জামিনে বেরিয়ে আসে কেন? এরা দেশ ও সমাজের ক্ষতি করছে। মাদক ব্যবসায়ীদের খপ্পরে পড়ে আপনাদের সন্তানও মাদকসেবী হয়ে যেতে পারে। আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তারপরও কেন মাদক ব্যবসায়ীদের পক্ষে যাবেন!
মাহবুব উল আলম হানিফ বলেন, যদি মাদক নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের সমাজ ও দেশ ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তির সঙ্গে চলাফেরা করবেন না। মাদক মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। অনেকে বন্ধুবান্ধবদের পাল্লায় আবার অনেকে হতাশায় মাদকের দিকে ঝুঁকে পড়ে।
তিনি আরও বলেন, মানুষের জীবনটাই সংগ্রাম। এ দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সংগ্রাম করছি। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লড়াই-সংগ্রাম করে এ দেশকে স্বাধীন করেছেন। আমরা সংগ্রামী, আমরা কেন হতাশায় ভুগব। যারা হতাশায় ভোগে তারা মেরুদণ্ডহীন। মাদক কখনো কারও কল্যাণ বয়ে আনে না। মাদককে না বলতে হবে। একটি পরিবারে একজন মাদকাসক্ত থাকলে সেই পরিবারে শান্তি থাকে না। অভিভাবকদের সচেতন হতে হবে। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। যেকোনো সময় আমার নম্বরে কল দিয়ে মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিবেন।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব। এছাড়া জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগের নেতাকর্মী, আইনজীবী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি