January 7, 2025, 2:27 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাতের বেলা কিস্তির টাকা তুলতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক এনজিওকর্মী।
পুলিশ ঘটনায় তিন ধর্ষণকারীকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করার পর আদালত তাদেরকে জেলে পাঠিয়েছে।
বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামেম এ ঘটনা ঘটে।
ভিকটিম কুমারখালীর সিও নামের একটি এনজিওর মাঠকর্মী।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) আকিবুল ইসলাম জানান, ঐ এনজিওকর্মী রাতে ভ্যানে করে বজরুক বাঁখই গ্রামে কিস্তি তুলতে যাচ্ছিলেন। পথে কালু মোড় সেতুর এলাকায় তিন সন্ত্রাসী পথ আটকায়। তারা ভ্যান চালককে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে ওই এনজিওকর্মীকে পাটক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।
ঐ ভ্যানচালক অদুরেই কিছু লোকের সহায়তায় রাত পৌনে ১টার দিকে অসুস্থ অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ ঐ নারীকে হেফাজতে নেয়।
রাতেই এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলো বজরুক বাঁখই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রবিন (২১) ও আবু বক্কর সিদ্দিকীর ছেলে মো. মাসফিকুর ( ১৯) এবং দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. রাসেল (২০)।
পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
আদালত তাদের জেলে প্রেরণের নির্দেশ দেয়।
ঐ নারীর এক আত্মীয় জানান, তিনি দিনে কিস্তি তুলতে গিয়ে কিস্তিদাতাদের না পেয়ে তাদের সাথে যোগাযোগ করেন। তারা তাকে রাতে যেতে বলায় তিনি এনজিও কর্মকর্তাদের বিয়টি জানান। এনজিও’র কর্মকর্তারা তাকে রাতেই যেতে পরামর্শ দেন।
Leave a Reply