দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শ্যালোইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কালুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিন হোসেনা (৪২)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের সামছুল আলমের ছেলে। অপর নিহত ইকরামুল হক (২২) দর্শনা থানার নাস্তিপুর গ্রামের ছালামের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সুব্রত প্রকাশ জানান, মোটরসাইকেলর সাথে শ্যালোইঞ্জিন চালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা শাহিন নামের একজন নিহত হন। আরেকজন কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পকেটে থাকা এনআইডি কার্ড থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি