December 30, 2024, 11:43 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় গৃহবধূ লতা খাতুন একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তাদের মধ্যে একজন ছেলে ও দুইজন মেয়ে। তিনি শহরের পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার হাসিবুলের স্ত্রী।
বুধবার (৫ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের একতা নার্সিং হোমে সিজারিয়ানের মাধ্যমে ওই তিন শিশু জন্মগ্রহণ করে।
ওই তিন সন্তানের নাম রাখা হয়েছে হুসাইন, তাসফিয়া, তাসকিয়া। নবজাতকরা দুর্বল হওয়ায় তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। আর তাদের মা ওই ক্লিনিকে ভর্তি আছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, বিকেলে ওই তিন জমজ নবজাতক হাসপাতালে ভর্তি হন। তাদের চিকিৎসা চলছে। তারা শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিল। প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দেওয়ার পর সুস্থ হতে শুরু করেছে। সকালে তারা মায়ের কাছে ফিরে যেতে পারবে।
তিন নবজাতকের বাবা হাসিবুল বলেন, তাদের পাঁচ বছরের এক ছেলে সন্তান আছে। একসঙ্গে তিন সন্তান হওয়ায় খুশি হলেও তাদের লালনপালন করা নিয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানান।
Leave a Reply