দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে কালীবাড়ী বাঁধ সংলগ্ন গড়াই নদী এলাকা থেকে গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাসিরুল (২৮)। তিনি উপজেলার জানিপুর ইউনিয়নের জানিপুর পুরাতন বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে।
মঙ্গলবার সকালে থানায় লাশ শনাক্ত করেছেন নাসিরুলের মা নাসিমা বেগম। এ সময় পরিবারের লোকজন থানায় উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, তারা রাত ১১টার দিকে ভ্যান চালক নাসিরুলকে তার ভ্যানে বোরকা পুরোহিত এক নারীকে নিয়ে কালীবাড়ি বাঁধ সংলগ্ন এলাকার দিকে যেতে দেখেন। তার কিছু সময় পর ঐ নারীকে চলে আসতে দেখেন। তার সাথে নাসিরুল ছিল না। অনেকের মনে খটকা তৈরি হলে কয়েকজন কালীবাড়ি বাঁধের দিকে যান। সেখানে নাসিরুলের লাশ দেখতে পান তারা। তবে ঐ নারীর কোন হদিস মেলেনি রাতে।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নাসিরুলকে রশি পেঁচিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের। তবে ঐ নারী একাই ঐ হত্যাকান্ড ঘটিয়েছিল কিনা এ বিষয়ে কোন সদুত্তর মেলেনি।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। লাশের পরিচয় পেয়েছেন সকালে। তদন্ত চলছে বলে তিনি জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি