December 22, 2024, 9:20 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের পরিচয় জানিয়েছেন বেল্টু ইসলাম ওরফে বাটুল (৩৫)। তিনি উপজেলার বাগেয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় নেতৃত্ব নিয়ে নিহত বাটুলের সাথে একই গ্রামের হাসিব মেম্বার ও তাদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় বাটুল বাড়ি থেকে স্থানীয় বাগোয়ান বাজারে যাচ্ছিলেন। এ সময় হাসিব মেম্বারের ভাই মোস্তাক ধারালো হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় মুমূর্ষু অবস্থায় বাটুলকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেযার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাগেয়ান গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, স্থানীয় নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনে সদস্য পদে বেল্টু ও মোস্তাকের ভাই হাসিব মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে বেল্টু পরাজিত হয়েছিল। নির্বাচনের পর থেকেই মূলত তাদের মধ্যে বিরোধ প্রকট আকার ধারণ করে। এসব নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। থানায় রয়েছে বেশ কয়েকটি মামলা।
দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ দাবি করেছেন, নিহত বেল্টুর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান তারা তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply