December 22, 2024, 7:50 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে জুয়ার আসরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন।
শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬৫) এবং একই এলাকার সুকরান সর্দারের ছেলে মিরাজ সর্দার (৫০)।
স্থানীয় ও নিহতদের পরিবার জানায়, ওখানে কেরাম বোর্ডের বিভিন্ন ইভেন্টে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলে আসছিল। ঐ রাতেও খেলা চলছিল।
ঘটনার বর্ণনা দিয়ে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ বলেন দুইগ্রæপে ভাগ হয়ে চারজনের খেলা চলছিল। গ্রæপের এক পক্ষে ছিলেন বৃদ্ধ ওমর আলী ও মিরাজ সর্দার।
তিনি জানান খেলার এ পর্যায়ে দুুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সংবাদ দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ওমর আলী ও মিরাজ সর্দার ঘটনাস্থালেই মারা যান। উভয় পক্ষের কমপক্ষের পাঁচজন আহত হন।
চেয়ারম্যান মাসুদ জানান কেরাম খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে কোনো পূর্ব শত্রুতা ছিল না।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।তিনি জানান অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply