December 22, 2024, 10:20 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুই বছর পর কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে নতুন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আগামী ২৯ মে ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হবে। এই ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি থেকে। এই শিক্ষাবর্ষে শিক্ষার্থী রয়েছেন ২ হাজার ৪৮৪ জন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, সবশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের কেন্দ্রীয়ভাবে নবীনবরণ অনুষ্ঠিত হয়। এরপর গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা হওয়া পরপর দুইটি ব্যাচের নবীনবরণ হয়নি। এছাড়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষেরও কেন্দ্রীয়ভাবে বরণ হয়নি। তবে এ সময়ে বিভাগগুলো শিক্ষার্থীদের নিজস্বভাবে বরণ করে নেয়।
সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের জন্য তিনটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে চার সদস্যবিশিষ্ট সুভ্যেনির কমিটিতে আহব্বায়ক রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম ও সদস্য-সচিব রয়েছেন জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান। এছাড়াও, পাঁচ সদস্যবিশিষ্ট সাংস্কৃতিক কমিটিতে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলকে এবং পাঁচ সদস্যবিশিষ্ট আয়োজন কমিটিতে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে আহ্বায়ক করা হয়েছে।
২০২০-২১ শিক্ষাবর্ষের জেরিন রুমানা জানান এটা নিয়ে তার একটি আলাদা একটা আবেগ মিশ্রিত রয়েছে। সবার সাথে সবার পরিচয় ঘটবে। নতুন বন্ধু তৈরি হবে। অনেক নতুন নির্দেশনাও আসে। এগুলো পরবর্তী জীবনে কাজে লাগবে।
ইংরেজী বিভাগের শিক্ষার্থী আরাফাত ইসলাম জানান তার মতো তার অনেক সহপাঠি নরীনবরণের অনুষ্ঠানে অংশ নিতে অপেক্ষা করছেন।
আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. সেলিনা নাসরিন বলেন সকল প্রস্তুতি পুরোদমে চলছে। তিনি আশা প্রকাশ করেন অতি সুন্দরভাবে সবার সহযোগীতায় একটি ভাল অনুষ্ঠান হবে।
Leave a Reply