December 22, 2024, 10:58 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মতিউর রহমান লাল্টুর কর্মজীবন স্বর্ণময়। সমাজ, সংস্কৃতি, স্বাস্থ্য, মানবতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে তার দীর্ঘ কর্মকান্ড তাকেই শুধু মহিমান্বিত করেনি, নজীরবহিীন উদাহরণ সৃষ্টির মাধ্যমে সেটি সমাজে উৎসাহ ও অনুপ্রেরণার একটি মাইলফলক তৈরিতে সক্ষম হয়েছে। তিনি একটি জীবন্ত উদাহরণ, একটি ব্যতিক্রম।
আজ (রবিবার) কুষ্টিয়া মুজিবুর রহমান ডায়াবেটিক হাসপাতালের সভাপতি, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টুর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এমন কথা বলেছেন। লাল্টু বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চিলেণ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। প্রধান বক্তা কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, কুষ্টিয়া বিএমএ’র প্রেসিডেন্ট ও নাগরিক কমিটির সভাপতি ডাঃ এস এম মুসতানজিদ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আইন বিভাগের অধ্যাপক ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের আইন বিষয়ক সম্পাদক ড.শাহজাহান মন্ডল, তথ্য ও জনসংযোগ পরিচালক বিমিষ্ট লেখক ও গবেষক ড.আমানুর আমান ও কুষ্টিয়া শহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন।
আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী ও সাবেক ব্যাংকার খলিলুর রহমান মজু, এ্যাডভোকেট নজরুল ইসলাম সরকার, ডা. লাল মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে মতিউর রহমান লাল্টুর সহধর্মীনি নিলুফার রহমান এ্যানী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া মুজিবুর রহমান ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন।
বক্তারা বলেন মতিউর রহমান খুব ছোটবেলা থেকেই সমাজ সেবায় মনোনিবেশ করেন। মানুষের কল্যাণে ও সমাজের উন্নয়নে নানাবিধ কর্মকান্ড সংগঠিত করা থেকে শুরু করে তার মাধ্যমে অসহায় মানুষদের চুড়ান্ত সেবা প্রদান করেছেন। এই কাজটি তিনি করছেন দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে। এই দীর্ঘ সময়ে অসংখ্য মানুষ তার দ্বারা উপকৃত হয়েছেন।
বক্তারা এই মহৎ মানুষটির সূদীর্ঘ জীবন কামান করেন। তারা মনে করেন তার কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply