December 21, 2024, 8:21 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি সংরক্ষণ ও উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত থাকার প্রতিশ্র“তি ব্যক্ত করে পালিত হলো তার ১৬২তম জন্মবার্ষিকী। বলা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি, কাচারিবাড়ি, কুষ্টিয়া শহরের টেগরলজসহ তার সকল স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।
কবিগুরুর ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিলাইদহে কুঠিবাড়ি আঙিনায় তিন দিনের রবীন্দ্রমেলার অনুষ্ঠানে এসব কথা বলা হয়েছে। অনুষ্ঠান শুরু হয় সোমবার। শেষ হয় বুধবার রাতে।
অনুষ্ঠান উদ্ধেন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সমাপনী ঘোষণা করেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) শহিদুল ইসলাম।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রবীন্দ্র গবেষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে অতিথিবৃন্দ ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ, ক, ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা পুলিশ সুপার খায়রুল আলম, কুষ্টিয়অ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুণ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া জজ কোর্টের জিপি আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাদারণ সম্পাদক আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু প্রমুখ।
তিনদিনের অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সরোয়ার মুর্শেদ, প্রফেসর শিশির কুমার রায়, বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে কুঠিবাড়ির মূল মঞ্চে প্রতিদিনই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের বিভিন্ন জেলার সংগঠনসহ জাতীয় পর্যায়ের শিল্পীরা রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তার বক্তব্যে বলেন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনাদর্শ ও তার সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে চিরদিন বাঙালিকে অনুপ্রাণিত করবে। তিনি বাঙালির চেতনা ও মননের প্রধান প্রতিনিধি। বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি নির্দেশকের ভূমিকা রেখেছেন। তার স্মৃতি বিজড়িত কুঠিবাড়ির উন্নয়নে সরকার ভুমিকা রাখবে।
খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) শহিদুল ইসলাম বলেন কুঠিবাড়িকে ঘিরে ট্যুরিজম স্পট নির্মাণসহ নানা ধরনের পরিকল্পনা পর্যালোচনা চলছে। সুবিধামতো সময়ে উন্নয়ন বরাদ্দ এলে কাজ শুরু হবে।
Leave a Reply