December 22, 2024, 11:39 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলমান বোরো সংগ্রহ মৌসুমে চাল সংগ্রহের জন্য ৫০ কেজি বস্তার ব্যবহার করার নির্দেশনা দিয়েছে খাদ্য অধিদপ্তর। এ নির্দেশনা দিয়ে সম্প্রতি দেশের ৮ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, চলমান বোরো সংগ্রহ ২০২৩ সফল করার লক্ষ্যে চাল সংগ্রহের ক্ষেত্রে ৩০ কেজি ধারণক্ষম বস্তার পাশাপাশি ৫০ কেজি ধারণক্ষম বস্তার ব্যবহারের প্রয়োাজনীয়তা দেখা দিতে পারে। এক্ষেত্রে সংগ্রহ মৌসুমের সম্ভাব্য গম ও ধানের বিভাজন অনুযায়ী এলএসডিগুলোতে প্রয়োজনীয় বস্তা রেখে ভিজিডি ও খাদ্যবান্ধব ব্যতীত অন্যান্য সম্ভাব্য বিলি বিতরণখাতে বিতরণের পরিকল্পনা করে ৫০ কেজি বস্তায় চাল সংগ্রহ করার নির্দেশনা প্রদান করা হলো।
উল্লেখ্য, গত ৭ মে বোরো সংগ্রহ অভিযান-২০২৩ এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য ৩০ এবং সিদ্ধ চাল ৪৪ টাকা।
এর আগে ২০২২ সালে বোরো মৌসুমে ধান-চালের দাম ছিল যথাক্রমে ২৭ ও ৪০ টাকা ও গম ২৮ টাকা।খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ধান-চাল সংগ্রহের প্রথম দিন ধান সংগ্রহ হয়েছে ৮৫ টন। আর সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ৫৪৯ টন।
Leave a Reply