December 21, 2024, 10:25 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বরেণ্য ফুটবলার মো: মুসার মত্যুতে শোক প্রকাশ করেছে কুষ্টিয়া নাগরিক কমিটি। নাগরিকি কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা এক শোক বার্তায় দেশের এই কৃতি ফুটবলারের প্রতি গ্রভীর শ্রদ্ধা জানিয়েছেন। মো: মুসা কুষ্টিয়া নাগরিক কামটির সাধারণ পরিষদ সদস্য ছিলেন।
শোক বার্তায় নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন কুষ্টিয়ার কৃতি সন্তান মুসা ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও কুষ্টিয়া জেলা দলের পক্ষে ফুটবল খেলে যে সফলতা ও খ্যাতি অর্জন করেছিলেন তা কুষ্টিয়ার জন্য গৌরবের। এ গৌরব কুষ্টিয়াবাসী চিরদিন মনে রাখবে।
তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
Leave a Reply