দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রাস্তার পাশের খাস জমির দখর নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে এক পক্ষের ঘর-বাড়িতে প্রতিপক্ষের দেয়া আগুনে গুরুতর অগ্নিদগ্ধ হওয়া ৬ জনের মধ্যে আজ (বৃহস্পতিবার) আরও ১ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে ঐ ঘটনায় নিহত হলেন ৩ জন।
নিহতের নাম ফারুখ মন্ডল (২৫)। ফারুখ চিলমারি গ্রামের মৃত দিনু মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টায় ঢাকার ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান ।
এর আগে ৩০ এপ্রিল রবিবার মারা যান দুজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারি ইউনিয়ন জুড়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হন। প্রায় সারা দিন ধরে চলা সংঘর্ষের এ পর্যায়ে এক পক্ষ অন্য পক্ষের পাঁচটি ঘরে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ২০ জন অগ্নিদগ্ধ হন। এ সময় হামলাকারীরা ওইসব বাড়ি থেকে গরু, ছাগল, ঘরের আসবাব ও সম্পদ লুট করে নিয়ে যায়। একই সঙ্গে কেটে ফেলে গাছপালা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অগ্নিদগ্ধদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া গেলেও ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
ওই রাতেই ভুক্তভোগীদের পক্ষ থেকে মোজাম্মেল মণ্ডল নামে এক ব্যক্তি বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যাচেষ্টা ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধারায় ৭৩ জনের নাম উল্লেখসহ ১২০ জনের নামে মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেলি দেওয়ানকে। পরে র্যাব অভিযান চালিয়ে ১৩ আসামিকে গ্রেফতার করে। আসামিদের শনিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলে পাঠান। রবিবার দুপুরে আদালত শেলী দেওয়ানের জামিন মঞ্জুর করেন। অন্যরা জেলে রয়েছেন।
এদিকে, নতুন আরেকজনের মৃত্যুর পর আবার উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে দুই পক্ষের লোকজন সমবেত হয়েছে। সংঘর্ষের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি