December 22, 2024, 10:02 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।
রোববার (৩০ এপ্রিল) মনোনীত শিক্ষার্থীদের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারই ধারাবাহিকতায় এ আটজন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়।
ইবি থেকে যারা পদকের জন্য মনোনিত হয়েছেন তারা হলেন- আইন বিভাগের রাবেয়া ইয়াসমিন (৩.৫৯), অর্থনীতি বিভাগের মিজানুর রহমান (৩.৮৫), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান (৩.৯১), পরিসংখ্যান বিভাগের সুপ্ত চক্রবর্তী সাধনা (৩.৭৯), ইইই বিভাগের সেলিম রেজা জীবন (৩.৮৫) এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস (৩.৯৬), আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরিক (৩.৯৮) ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী (৩.৯৫)।
Leave a Reply