দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার পাশের সরকারী খাস জমির দখল নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ ও ঘরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ ৬ জনের মধ্যে ২ জন মারা গেছেন।
রবিবার দুপুরের দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত ঘোষণা করা হয়। মৃত ব্যাক্তিরা হলেন উপজেলার চিলমারী বাজার পাড়ার মৃত নবির মন্ডলের ছেলে দিনু মন্ডল (৭০) এবং একই এলাকার তোফাজ্জেল মন্ডলের ছেলে আকতার মন্ডল (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ।
গত ২৭ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরে দু’পক্ষের ঐ সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হন। প্রায় সারাদিন ধরে চলা মুকোমুখি সংঘর্ষের পর একপক্ষ অন্যপক্ষের ৫াট ঘরে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ২০ জন অগ্নিদগ্ধ হয়।
এসময় হামলকারীরা ওইসব বাড়ি থেকে গরু, ছাগল, ঘরের আসবাবপত্র ও সম্পদ লুট করে নিয়ে যায় এবং কেটে ফেলে ফলদ ও বনজ বৃক্ষ। দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অগ্নিদগ্ধদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া গেলেও ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে পাঠানো হয় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে।
ঐ দিন রাতেই একপক্ষ থেকে মোজাম্মেল মন্ডল বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যার চেষ্টা ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধারায় ৭৩জনের নাম উল্লেখসহ ১২০ জনের নামে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী করা হয় দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেলি দেওয়ানকে। মামলার ৩নং আসামী তারই ভাই চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল দেওয়ান। শেলী দেওয়ানের পিতা জব্বার দেওয়ান ছিলেন মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
ঐ মামলার সূত্র ধরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল শুক্রবার রাতে চিলমারীর চরে অভিযান চালিয়ে চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল দেওয়ান (৪৩) সহ ১৩ জনকে গ্রেফতার করে এবং কুষ্টিয়া শহরের হাউজিং এলাকা থেকে র্যাবের আরেকটি দল মামলার ১নং প্রধান আসামী শেলি দেওয়ান (৫৬) কে গ্রেফতার করে। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
আসামীদের শনিবার আদালতে সোপর্দ করা হলে আদালাত তাদের জেলে প্রেরণ করে। এরপর আজ রোববার দুপুরে আদালতের বিচারক শেলী দেওয়ানের জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, অগ্নিদগ্ধ দিনু মন্ডল ও আক্তার মন্ডলের মৃত্যুর খবর পেয়েছেন। তিনি জানান এলাকার বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি