December 22, 2024, 9:59 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমুহের মাননীয় চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনকে তার ঐতিহাসিক দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। একই সাথে তাঁকে অভিনন্দিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া।
অভিনন্দন বার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে গুরুদায়িত্ব পালনে তার সাফল্য কামনা করা হয়েছে। বলা হয়েছে তাঁর কার্যকালের সময় তাঁর সুদৃঢ় নেতৃত্ব ও সুচিন্তিত দিক নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলো বর্তমান সরকারের আমলে উন্নয়নের যে ধারাবাহিকতায় রয়েছে সেটি আরও জোরদার করার সুযোগ পাবে।
ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার মহামান্য রাষ্ট্রপতির মঙ্গল ও সাফল্য কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করেছেন।
Leave a Reply