December 24, 2024, 7:09 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ (২৯) নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের নিজ বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত শেখ সুমন সবুজের চাচা শেখ ফরিদ উদ্দীন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টার পরে সবুজ বাড়িতেই ছিলেন। এসময় তিনজন সন্ত্রাসী অস্ত্র তাক করে বাড়িতে প্রবেশ করে সবুজকে গুলি করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে প্রেরণ করেন। পথেই সবুজের মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
Leave a Reply