December 23, 2024, 8:30 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্য হয়েছে। আজ সোমবার (২৪ এপ্রিল) ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে আরও ১০জন চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা জানান বিষাক্ত এ্যালকোহলে তাদের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিনুর রশিদ (৪৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে রতন সেখ (২১) ও ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)।
এরা পৃথকভাবে এই অ্যালকোহল ক্রয় ও পান করেছিল।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘গতকাল রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হবার খবর পান তারা। পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং সত্যতা নিরুপন করে।
তিনি বলেন তাদের মধ্য থেকে আজ ভোররাতে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের তিনজনের মৃত্যু হয়।
এছাড়াও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচজন বলে তিনি উলেখ করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপতালের আরএমও ডা. তাপস কুমার সরকার জানান তারা মুলত স্পিরিট পান করে। যা ছিল রেক্টিফাইড। এখান থেকেই বিষক্রিয়া ঘটে।
ওসি জানান আনঅথরাইজড বিক্রেতারা এসব স্পিরিট যে কোন উৎসবের আগে বিক্রয় করে। তিনি জানান কারা এসব বিক্রয়ের সাথে ছিল এবং কি পরিমাণ এই দ্রব্য বিক্রয় হয়েছে সবই অনুসন্ধান করে দেখা হচ্ছে।
মৃত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি ।
Leave a Reply