December 22, 2024, 9:45 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সারা দেশে বিপুল উৎসব ও ধর্মীয় গাম্ভীর্য নিয়ে পালিত হচ্ছে মুসলমান স¤প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ। ঢাকায় শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে ইমাম বিশেষ খুতবা দেন। এরপর সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির মুক্তিসহ কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় দেশের ওপর রহমতসহ মুসলিম উম্মার মুক্তি কামনা করে দোয়া করা হয়।
মহামারি করোনার কারণে গত দুই বছর কোলাকুলিতে নিষেধাজ্ঞা ছিল। করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে। তাই এবার কোলাকুলিতে কোনো বাধা নেই। নামাজ শেষে মুসল্লিদের মধ্যে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করতে দেখা দেছে।
কুষ্টিয়াতেও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে দুটি জামাত অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষ এক কাতারে সেখানে ঈদের নামাজ পড়েন।
Leave a Reply