December 22, 2024, 7:41 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াতে নানা আয়োজনে বর্ণিল উৎসবে নববর্ষ উদযাপিত হয়েছে। নতুন বাংলা বর্ষের প্রথম দিনের ভোরের আলো রাঙিয়ে দেয়ার সাথে সাথে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে ধারন করে এ উৎসব পালিত হয়েছে
আনন্দঘন পরিবেশে নব আনন্দে বরণ করে নেয়া হয়েছে নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হিসেবে ঘোষণা করা হয়েছে নববর্ষকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয়েছে নববর্ষ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এ আহ্বান জানিয়েছে বাঙালি।
কুষ্টিয়া জেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা বের করে দিবসের কর্মসূচীর সূচনা করে। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। জেলা প্রশাসন চত্বরে পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সরকারী দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
“যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ” শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ^বিদ্যালয়ে পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৩) উপলক্ষে শুক্রবার সকাল ১০.৩০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীত, নববর্ষের সংগীত ও ঢাক ঢোল পিটিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় উপ¯ি’ত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান।
এরপর পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৩) উপলক্ষে সকাল ১০.৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে গ্রাম বাংলার কৃষ্টি, রং বেরং এর মুখোশ, পাখি ও বৈশাখী ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ^বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। মঙ্গল শোভাযাত্রাটি প্রশাসন ভবন চত্বর হতে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে বটতলা গোল চত্তরে গিয়ে শেষ হয়। বটতলায় সংক্ষিপ্ত সমাবেশে ফাইন আর্টস বিভাগের সভাপতি ও পহেলা বৈশাখ-১৪৩০ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ. এইচ.এম আক্তারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান। সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার প্রমুখ।
অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, আই.আই.ই.আর এর পরিচালক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, পরিচালক(ইন-চার্জ),তপ্রজ ড. আমানুর আমান, প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দিন মোঃ তারেক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক(ভারঃ) ড. মোঃ নওয়াব আলী, হিসাব পরিচালক(ভারঃ) শেখ মোঃ জাকির হোসেন, বাংলাদেশ ছাএলীগ ইবি শাখার সভাপতি ফয়সাল আরাফাত ও সাধারন সম্পাদক নাসিম আহমেদ জয়সহ ফাইন আর্টস বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি উপ¯’াপনা করেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম।
এ ছাড়াও কুষ্টিয়া পৌরসভা অনুষ্ঠানের আয়োজন করে।
পহেলা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কুপমুণ্ডকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। অন্য দিকে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।
Leave a Reply