December 22, 2024, 7:44 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সদ্য প্রয়াত কুষ্টিয়া সরকারি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর নেহাল উদ্দিন শেখ এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় বক্তারা বলেছেন কুষ্টিয়ার মাটি ও মানুষের সাথে বেড়ে ওঠা শেখ নেহাল উদ্দিন ছিলেন একজন সজ্জন শিক্ষাবিদ। তিনি ছিলেন দলমতের উর্ধ্বে সবার শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষকদের শিক্ষক। তারা বলেন অসংখ্য গুণী মানুষ ও বিশিষ্টজন, অনেকে দেশ ও দেশের বাইরে যশ ও খ্যাতির অধিকারী হয়েছেন এমন তারা ছিলেন নেহাল উদ্দিনের শিক্ষার্থী অথবা শিক্ষার্থীতুল্য।
বুধবার ১২ এপ্রিল বেলা ৩ টায় কুষ্টিয়া শহরের লাভলী টাওয়ার সেতু সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সেতু সংস্থার নির্বাহী পরিচালক এম এ কাদের এর সভপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের প্রফেসর ইকবাল হোসেন, প্রফেসর ইয়ার আলী, হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক সাবিহা সুলতানা, নেহাল উদ্দিনের ভাই প্রকৌশলী নজরুল ইসলাম, ইবির প্রকল্প পরিচালক ড. নওয়াব আলী খান, কুষ্টিয়া সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সগযোগী অধ্যাপক একেএম শামসুল আরেফিন, ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক হাফিজ সরকার, দৈনিক কুষ্টিয়া সম্পাদক ও প্রকাশক ড.আমানুর আমান. ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নাজার, ক্রীড়া ব্যক্তিত্ব মাজেদুর রহমান মহসিন ও বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান নান্টু, হাটশ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক হোসেন মাসুদ, ফেয়ার এর পরিচালক দেওয়ান আক্তারুজ্জামান।
এসময় পিতার স্মৃতিচারণ করেন দার দুই পুত্র আমেরিকা প্রবাসী হাসিব নেহাল ও জয় নেহাল।
প্রফেসর নেহাল উদ্দিন শেখ এর স্মরণসভায় বক্তারা বলেন কুষ্টিয়ার মাটি হাওয়ায় বেড়ে ওঠা নেহাল স্যার ছিলেন সজ্জন মানুষ, আর সে কারনেই দীর্ঘদিন সূদুর আমেরিকা বসবাস করার পরও কুষ্টিয়া তথা দেশ ও দেশের মানুষের প্রতি তার ছিলো অগাধ ভালোবাসা। দেশের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি তার লাশ কুষ্টিয়ার মাটিতে দাফনের জন্য সন্তানদের বলে যান। মরহুম পিতার শেষ ইচ্ছা পূরণ করেছেন পুত্র হাসিব নেহাল ও জয় নেহাল।
কুষ্টিয়া সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খন্ডকালীন অধ্যাপক, বিশিষ্ট শিক্ষানুরাগী নেহাল উদ্দিন শেখ গত ৫ এপ্রিল বুধবার বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে আমেরিকার বোস্টনের গুড সামারিটান মেডিকেল সেন্টার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক নেহাল উদ্দিন শেখ এর পিতা, মোঃ আবেদ আলী শেখ। ১৯৩৯ সালে তিনি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি অত্যান্ত মেধাবী ছিলেন। তিনি শিক্ষা জীবন শুরু করেন হরিপুর কান্তিনগর বোয়ালদহ প্রাথমিক বিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিকে তিনি পঞ্চম স্ট্যান্ড করেন সারা বাংলাদেশের মধ্যে। ১৯৬৩ সালে নেহাল উদ্দিন শেখ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্স পাস করেন। তিনি চাকরি জীবন শুরু করেন ১৯৬৪ সালে কুষ্টিয়া সুগার মিলে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে । ১৯৬৭ সালে তিনি কুষ্টিয়া সরকারি কলেজে যোগদান করেন। তিনি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপনা করেন। এবং ১৯৯২ সাল পর্যন্ত তিনি টানা হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
Leave a Reply