দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনাসহ তিন রুটে ধর্মঘট ডেকে অনির্দিষ্টকালের জন্য সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিক ও মালিক গ্রুপ। এ ধর্মঘট শুক্রবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়।
কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধরের ঘটনার জেরে এ ধর্মঘট বলে জানা গেছে।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান জানান ঘটনার সূত্রপাত হয় ঝিনাইদহে। তিনি জানান বেশকিছুদিন ধরেই ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয় কুষ্টিয়ার মোটর শ্রমিকদের মধ্যে। ঝিনাইদহের ট্রিপ বৃদ্ধি করলে কুষ্টিয়ার ট্রিপও বৃদ্ধির দাবি জানায় কুষ্টিয়ার মোটর ম্রমিকরা।
বিষয়টি নিয়ে বুধবার বিকেলে বাস মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে কুষ্টিয়ার বাসের কয়েকজন স্টাফকে মারধর করা হয় বলে অভিযোগ উঠে।
বিসয়টি নিয়ে পরিবহন সংশ্লিষ্ট কুষ্টিয়ার পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।
আগামী রোববারের মধ্যে ঘটনার সুষ্ঠু সুরাহা না হলে সব কটি রুটে যান চলাচল বন্ধ করা হবে জানান, জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান। তিনি বলেন, বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী রোববারের মধ্যে পুলিশ গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি জানান, খুলনা থেকে কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ।
তবে খুলনা থেকে বাস ঝিনাইদ পর্যন্ত আসছে।
এদিকে ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে অনেকেই বাস কাউন্টারে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি