দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়" শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত। উন্নত বিশ্বের দেশগুলো তো এরই মধ্যে স্মার্ট দেশে রূপান্তরিত হয়েছে, এমনকি অনেক উন্নয়নশীল দেশও স্মার্ট দেশে রূপান্তরের পথে অনেক দূর এগিয়ে গেছে, তাই দেশের উন্নতি এবং অগ্রযাত্রা ধরে রাখতে হলে দেশকে অনেকটাই উন্নত বিশ্বের কাছাকাছি নিয়ে যেতে হবে।
তারা বলেন বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত হয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত। কারন উন্নত বিশ্ব প্রযুক্তি ব্যবহারে আজ যে পর্যায়ে এসেছে তার কাজটা শুরু করেছিল আজ থেকে ৩০ বছর আগে, তার পরও এসব দেশ যে শতভাগ প্রযুক্তিনির্ভর হয়ে গেছে এমন দাবি করার সময় এখনো আসেনি।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফ উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ আওয়ামী লীগ, কুষ্টিয়া জেলা শাখা সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার, বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মূল কি-নোট উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
ড. আমান তার উপস্থাপনায় বলেন যখন একটি স্মার্ট সমাজ বা দেশের কথা চিন্তা করা হয় তখন সেখানে বসবাসরত সমগ্র নাগরিকদের কথা বিবেচনা করা হয় যেখানে সরকার নাগরিকদের চাহিদার সকল ক্ষেত্রে অনেক বেশী প্রবেশগম্যতা বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়িত করেছে, প্রযুক্তির সর্বাধুনিক প্রয়োগের মাধ্যমে উদ্ভাবনী ধারনা এবং কর্তৃত্বে অবদান রাখার মাধ্যমে আরও অংশগ্রহনমূলক সমাজ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ইতিবাচক উদাহরণ হলো মৌলিক নীতিগুলি ছাড়াও, যেমন দ্রুত ইন্টারনেটে সর্বজনীন প্রবেশগম্যতা এবং সমস্ত জনসংখ্যা-গোষ্ঠীকে (দেশের যে অঞ্চলেই বসবাস করুক) সমতার ভিত্তিতে ডিজিটালি দক্ষ করা ও সেই দক্ষতা পর্যাপ্তভাবে কাজে লাগানো।
বাংলাদেশ এক্ষেত্রে যথেষ্ট এগিয়ে গেছে বলে উপস্থাপনায় উল্লেখ করা হয়।
জেলা
জেলা কুষ্টিয়া জেলা শাখা সাধারণ সম্পাদক আজগর আলী বলেন বঙ্গবন্ধুই এ বিশে^র একমাত্র নেতা যিনি এ দেশ স্বাধীন করতে কোন থিওরি কাজে লাগাননি। তিনি বলিষ্ঠ নেতৃত্ব ও সঠিক পদক্ষেপের মাধ্যমে একটি জাতির সাত কোটি মানুষের আবেগকে এক করতে পেরেছিলেন। তিনি বলেন তারই সুযোগ্য কন্য শেখ হাসিনা ১৭ কোটি মানুষের আবেগকে এক কাতারে এনেছেন। তিনি বলেন একামাত্র শেখ হাসিনাই পারবেন একটি উন্নত বাংলাদেশ গঠন করতে।
জেলা প্রমাসক সাইদুল ইসলাম বলেন স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে এক চিন্তা নিয়ে অগ্রসর হতে হবে। তিনি জেলা হিসেবে কুষ্টিয়াকে কিভাবে উন্নত জেলা হিসেবে গড়ে তোলা যায় এটা নিয়ে কাজ শুরু হয়েছে। সরকারের পরিকল্পনার সাথে স্থানীয় পরিকল্পনার সমন্বয় সাধন করতে হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি