December 22, 2024, 8:51 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শিক্ষা প্রকৌশল অফিসের উদ্যোগে শুদ্ধাচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অফিসের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক ইকবাল হিমেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর সরকারী আমলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাদশা জাহাঙ্গীর। কর্মশালায় শুদ্ধাচার বিষয়ে মূল আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
কর্মশালায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কুষ্টিয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সেবাগ্রহীতা প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সেবা নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply