December 21, 2024, 10:38 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মাগুরায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে শালিখা উপজেলার আড়পাড়া-শালিখা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
নিহত ব্যক্তিরা হচ্ছেন—শালিখা উপজেলার জুনারী গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে মো. শাহাবুর রহমান (৪০) ও একই গ্রামের শামীমুর রহমানের ছেলে সাকিব (২৭)। শাহাবুর পেশায় একজন দন্তচিকিৎসক ছিলেন। আড়পাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন তাঁরা।
শালিখা থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আড়পাড়া-শালিখা সড়কে বারিক মৃধা নামের এক ব্যক্তির বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। এ সময় একটি ট্রাক শালিখা থেকে আড়পাড়ার দিকে যাচ্ছিল। উল্টো দিক দিয়ে একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আসছিল। এ সময় তিনটি যানের সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
Leave a Reply