December 21, 2024, 10:50 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
‘ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছে অংশগ্রহণ করার বিষয়টি দ্রুত সমাধান না হলে বিপাবে পড়ে যেতে পারে বিশ্ববিদ্যালয়ের এ বছরের (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ) পুরো ভর্তি প্রক্রিয়া। কারন একদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে অংশ না নিতে ঘোষণা দিয়েছে অন্যদিকে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) বলছে যেসকল বিশ্ববিদ্যালয় বিগত সময়ে গুচ্ছে অংশ নিয়েছে তাদের এ প্রক্রিয়া থেকে বের হবার সুযোগ নেই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মনে করেন এটা সম্পূর্ণ নির্ভর করছে শিক্ষকদের উপর। শিক্ষকদের ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা নেয়া সম্ভব নয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র জানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীর শিক্ষক বরাবরই গুচ্ছের বিরোধীতা করে আসছিলেন। তারা গুচ্ছের সাথে আর না থাকার জন্য কতৃপক্ষকে সিদ্ধান্ত নেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। শিক্ষক সমিতি নির্বাহী কমিটির সভায় গুচ্ছে না থাকার সিদ্ধান্ত রিভিত আকারে জানিয়ে দেয়। তাদের অব্যাহত চাপে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ একাডেমিক কাউন্সিলের জরুরী সভা আহবান করে। ১৯ মার্চ অনুষ্ঠিত ১২৫তম একাডেমিক কাউন্সিলে ইবি গুচ্ছে থাকবে না এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই অবস্থান ২০ মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাধারণ সভায় ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তুলে ধরেন।
ঐ দিনই ইউজিসি সাফ জানিয়ে দেয় হঠাৎ করে কোন বিশ্ববিধ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহন করতে গেলে বিপাকে পড়বে পুরো সিস্টেম।
পরে সভাশেষে ইউজিসি সদস্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৮০ শতাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়কে একটি ইউনিক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ২২ বিশ্ববিদ্যালয় এবারও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করবে।’
তিনি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্টদের অল্প সময়ে ভর্তি পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার আহ্বান জানান। এছাড়া, ভর্তি প্রক্রিয়া সহজ করে দেশবাসীকে চমৎকার একটি ভর্তি পরীক্ষা উপহার দেওয়ারও আহ্বান জানান তিনি।
ইবিকে গুচ্ছে থাকতে হবে ইউজিসির এমন সিদ্ধান্তের বিষয়ে ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন জানান তিনি ইউজিসির বক্তব্য গণমাধ্যমে দেখেছেন। তিনি জানান উপাচার্য মহোদয় ঢাকাতে রয়েছেন। তিনি ইউজিসির সভার বিষয়টি অবগত করালে তারপর শিক্ষকরা তার সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে ইবি উপাচার্য বলেন গুচ্ছ নিয়ে ইউজিসি এখনও কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা তিনি অবগত নন।
“ইউজিসির সাধারণ সভায় ইবিকে আহ্বান জানানো হলেও ইউজিসি থেকে আমি এখনও কোনো চিঠি পাইনি। চিঠি পেলে আমি টিচারদের সাথে আলাপ করবো।
তিনি বলেন ইউজিসি বা সরকার থেকে যে চিঠি আসবে, সেটাই শিক্ষকদের জানাবেন তিনি।
এদিকে গুচ্ছে যাওয়া না যাওয়া নিয়ে সময় নষ্ট হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক। দ্রুত এ নিয়ে সিদ্ধান্ত প্রয়োজন বলে জানান তারা।
Leave a Reply