December 21, 2024, 10:56 pm
হুমায়ূন কবির, খোকসা/
কুষ্টিয়র খোকসা উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আড়াই হাজার কেজি পাট বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চত্বরে পাট বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত পাট বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান বাবুল আখতার
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ওরফে জমির মাস্টার ও জিলুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহার সার্বিক তত্ত্বাবধায়ন উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ২ হাজার ৫’শত কৃষকদের মাঝে উন্নত জাতের পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
Leave a Reply