December 22, 2024, 12:35 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরে ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায় বুধবার দুপুরে ঐ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় মামলা হয়। আজ (বৃহস্পতিবার) ভোরে ঐ অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের শিকার মেয়েটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আশরাফ মামলার এজাহার উলেখ করে জানান, স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণির ঐ শিশু শিক্ষার্থী তার নানার মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয় গ্রামে বেড়াতে আসে কয়েকদিন আগে। বুধবার দুপুরে নানার বাড়িতে তাকে একা পেয়ে প্রতিবেশী রিগান ধর্ষণ করে। পরে সে পালিয়ে যায়। রিগানের বাড়ি একই গ্রামে।
শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার জানান, প্রচুর রক্তক্ষরণের কারনে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা করেন শিশুটির এক মামা।
উপপরিদর্শক (এসআই) আশরাফ রাত তিনটার দিকে জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামে এক আত্মীয়ের বাসা থেকে অভিযুক্ত রিগানকে গ্রেপ্তার করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply