দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ফ‚লপরী নির্যাতনের অপরাধে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী ওরফে অন্তরা সহ ৪ কর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিস্কৃত কর্মীরা হলেন তাবাসসুম ইসলাম, ইসরাত জাহান ওরফে মিম, মোয়াবিয়া জাহান এবং হালিমা খাতুন ওরফে ঊর্মি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রক্টর জানান উপাচার্যের দপ্তরে শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালাম। সভা থেকে অভিযুক্ত পাঁচ ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে তাদেরকে নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় যে তাদের বিরুদ্ধে কেন চুড়ান্ত ব্যবস্থা গ্রহন করা হবে না।
ফুলপরীর নতুন হল/
এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকার আবেদন করেছেন ফুলপরী খাতুন। হলের প্রভোস্ট প্রফেসর মিয়া মোহাম্মদ রাশিদুজ্জমান জানান তার আবেদন গ্রহন করা হয়েছে। সেখানে সিট প্রদান করা হবে।
এদিকে দুপুরে উপাচার্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন। সেখানে তিনি ফুলপরীর নতুন সিটের বিষয়ে অবগত হন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি