December 22, 2024, 3:38 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত থাকা আরও তিনজন হল ছেড়ে গেছেন। এরা হলেন আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাওয়াবিয়া জাহান।
হল সূত্র জানায়, মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে তারা হল ছাড়েন। তার আগে হল ছাড়ার নির্দেশনার কপি তাদের কাছে পৌঁছানো হয়।
হলের শাখা কর্মকর্তা হামিদা খাতুন জানান সর্বশেষ একজন হল থেকে বিদায় নেন ঐ দিন সন্ধ্যার কিছু পরে।
তিনি জানান মঙ্গলবার সকালে হল ছাড়েন মাওয়াবিয়া। হলের গণরুম প্রজাপতি-১ এ থাকতেন তিনি। তার বাবার সঙ্গে তিনি ক্যাম্পাস ছাড়েন। দুপুরে যান ইসরাত জাহান মীম। সন্ধ্যায় হল ছাড়েন হালিমা আকতার ঊর্মী।
তারা সকলেই বিভিন্ন মেসে উঠেছেন বলে জানা গেছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় হাইকোর্টের নির্দেশে হল ছাড়েন ছাত্রী নির্যাতনের মূল অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তাবাসসুম ইসলাম।
হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেন, হাইকোর্টের নির্দেশনা পাওয়া মাত্রই অন্তরা ও তাবাসসুম ওই দিন সন্ধ্যায় হল ত্যাগ করে। পরে হলের পক্ষ থেকে আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত জানালে মঙ্গলবার বাকি সবাই হল ছেড়ে দেয়। বুধবার বেলা ১২টার মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশনা ছিল।
প্রভোস্ট জানান হল প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ঐ পাঁচ জনের আবাসিকতা বাতিল করা হয় এবং একই সাথে হলের সাথে তাদের সংযুক্তিও (এটাচমেন্ট) বাতিল করা হয়।
Leave a Reply