দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি হলে অনাবাসিক এক ছাত্রীকে মারধর ও শারীরিক নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের দ্বারা গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
আজ সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন প্রতিবেদনটি ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়ের কাছে হস্তান্তর করেন।
যতদ্রæত সম্ভব তদন্ত প্রতিবেদন নির্ধারিত বেঞ্চে উপস্থাপন করা হবে জানা গেছে।
এর আগে রবিবার ঐ কমিটি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
রেজিস্টার কার্যালয় সূত্রে জানা যায়, রবিবারেই ঐ প্রতিবেদন নিয়ে হাইকোর্টের উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করেন ঐ কর্মকর্তা।
১৪ ফেব্রুয়ারি ঐ নির্যাতনের ঘটনা ঘটে। ১৫ ফেব্রæয়ারি অ্যাডভোকেট গাজী মো. মোহসীন বিষয়টি হাইকোর্টের দৃষ্টিতে আনেন। তখন কোর্ট ঐ আইনজীবীকে বিস্তারিত বিবরণ সহ রিট দায়ের করতে আদেশ দেন। ১৬ ফেব্রæয়ারি আইনজীবী তার রিটে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে জড়িতদের হাইকোর্টে তলব করার নির্দেশনা চাওয়া হয়। স্বরাষ্ট্র সচিব,শিক্ষা সচিব,ইবির ভিসি,রেজিস্ট্রার,প্রক্টরসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
একই দিনে (১৬ ফেব্রæয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ ঘটনা তদন্তে কুষ্টিয়ার জেলা প্রশাসককে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেন। জেলা প্রশাসকের কমিটিতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন শিক্ষককে রাখতে বলা হয় এবং পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। একসঙ্গে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের করা কমিটির রিপোর্টও ১০ দিনের মধ্যে দাখিল করতে বলেন আদালত। তদন্ত চলাকালীন অভিযুক্ত দুইজনকে ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়। আদেশে নির্যাতনের স্বীকার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়।
১৪ ফেব্রæয়ারি ঐ ছাত্রীকে দেশরতœ শেখ হাসিনা হলে ঐ ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুমের বিরুদ্ধে। ভুক্তভোগী ঐ ছাত্রী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী।
এ ঘটনায় মোট তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। অন্য দুটি কমিটির প্রতিবেদনও আজ জমা হতে পারে বলে জানা গেছে।
কমিটি দুটির মধ্যে শেখ হাসিনা হল কতৃক গঠিত কমিটিও বিশ^বিদ্যালয়ের মাধ্যমে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিবে। কুষ্টিয়া জেলা প্রশাসনের করা কমিটি সরাসরি হাইকোর্টে প্রতিবেদন জমা দেবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি