December 23, 2024, 6:47 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দৈনিক বণিক বার্তা ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে গতকাল স্বাস্থ্যসেবাবিষয়ক একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। বণিক বার্তার সভাকক্ষে এ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ মো. আফজালুল করিম। চুক্তিতে সই করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, সহকারী ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া) এইচএম দুলাল, আব্দুল কুদ্দুস এবং বণিক বার্তার সহকারী মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ শাফিউল আজম খান ও ব্যবস্থাপক সুমন কুমার দে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দ্য বারাকাহ ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিষয়ক সদস্য সচিব মো. নজরুল ইসলাম শাওন চৌধুরী, ইনসাফ বারাকাহ হাসপাতালের বিজনেস প্রমোশন এক্সিকিউটিভ মো. মোশতাক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ চুক্তির মাধ্যমে বণিক বার্তার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইনসাফ বারাকাহ হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
Leave a Reply