December 21, 2024, 11:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শীতের বিদায় বার্তা চারিদিকে। বসন্ত জাগ্রত দ্বারে। ফুলে ফুলে সেজে ওঠার অপেক্ষায় উন্মুখ প্রকৃতি। এর মধ্যে ভালোবাসার দিন। ভালোবাসায় বসন্ত ; বসন্তে ভালবাসা। দুটোর উৎসবের আমেজ লেগেছে সর্বত্র। অন্য দেশের থেকে আলাদা এ বাংলাদেশে আনন্দের রঙ লেগেছে বাঙালির মনে, দখিনা হাওয়ায় প্রাণবন্ত প্রকৃতি। গাছের ডগায় শোভা পাচ্ছে নতুন পাতা। বাগানে ফুটেছে বাহারি রঙিন ফুল। সবমিলিয়ে সর্বত্র উৎসবের আমেজ আজ। ভাষা, সুর, ছন্দ বলে ‘বসন্ত এসে গেছে।’ আজ বসন্তের প্রথম দিন।
নানা সজে সেজে নিয়েছে আজ উৎসবপ্রেমীরা।
এর আগে ৭ ফেব্রুয়ারি ছিল গোলাপ দিবস, ৮ ফেব্রুয়ারি প্রপোজ দিবস, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, বিশ্ব টেডি ডে ১০ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে বা আলিঙ্গন করার দিন, ১৩ তারিখ বিশ্ব চুম্বন দিবস বা কিস ডে পেরিয়ে ১৪ ডিসেম্বর বিশ্ব ভালোবাসা দিবস আসে। এদিন ভালোবাসা উদযাপনের মধ্য দিয়ে পূর্ণতা পায়।
ফাগুনের দখিনা হাওয়ায় ভালোবাসার রঙে রঙিন হয় হৃদয়। শুধু তরুণ-তরুণীই নয়, সব বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। এই ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি।
গাছের ডালে লেগেছে বসন্তের আমেজ গাছের ডালে লেগেছে বসন্তের আমেজ
ভালোবাসা দিবস ও ফাল্গুনকে ঘিরে ঢাকাসহ সারাদেশেই বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। রাজধানীসহ সারাদেশেই থাকছে দিনভর নানা অনুষ্ঠান। এদিন সকালে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র্যালি, সূচনা সংগীত, ভালোবাসার স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, গান, ভালোবাসার চিঠি পাঠ এবং ভালোবাসার দাবিনামা উপস্থাপনা। ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হয়েছে।
Leave a Reply