December 21, 2024, 10:17 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুরো ম্যাচে দাপট দেখিয়ে নেপালকে নেপালকে ৩-০ গোলে হারিয়ে এই জয় ঘরে তুললো বাংলার মেয়েরা ।
সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের জন্য একের পর এক গৌরব বয়ে এনেছেন নারী ফুটবলাররা। গত বছর নেপালে অনুষ্ঠিত সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতে নেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানীরা। এছাড়া গত চার বছরের মধ্যে দুটি বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। মেয়েদের হাত ধরে আরেকটি সাফ শিরোপা জিতল বাংলাদেশ।
উল্লেখ্য, এটা সাফের চতুর্থ বয়সভিত্তিক আসর। এই চারটি আসরে তিনবারই শিরোপা জিতে এই অঞ্চলের নারী ফুটবলে পরাশক্তি হিসেবে আবির্ভুত হলো বাংলাদেশ।
২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত প্রথম অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। সেবার আলো ছড়ান সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুন, যারা গত বছর সিনিয়র দলের হয়েও সাফ মুকুট জয়ী দলের সদস্য ছিলেন। ২০২২ সালে অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে নেয় স্বাগতিক ভারত। সেবার তিন দলের আসরে রাউন্ড রবিন লিগের পয়েন্টের ভিত্তিতেই শিরোপা নির্ধারণ হয়। ভারতের সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শিরোপা জেতা হয়নি বাংলাদেশের।
অবশ্য এর তিন মাস আগে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব দেখায় বাংলাদেশ। ২০২১ সালের ডিসেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে ফাইনালে ভারতকে ১-০ গোলে হারায় স্বাগতিক দল। সেবার সাহেদা আক্তার রিপা সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুটো পুরস্কারই জিতে নেন। আজ বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে তৃতীয় মুকুট জিতল বাংলাদেশের মেয়েরা।
Leave a Reply