দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে কৃষিকাজে আধুনিকায়ন ও বিপ্লব ঘটানোর লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি মেলার - ২০২৩ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়াম চত্ত্বরে মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহামুদ, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন সহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার স্টল গুলো পরিদর্শন করেন সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। মেলার আয়োজকরা জানায়, ২০২২-২৩ অর্থবছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অন্তত ৩০টি স্টল স্থান পেয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি