December 22, 2024, 1:28 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ প্রশাসনিক পদে পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত সোমবার পদ গুলোতে নিয়োগ দেন উপাচার্য। বুধবার সকালে নতুন পদগুলোতে নিয়োগের চিঠি পান সংশ্লিষ্ট শিক্ষকরা।
রেজিস্ট্রার াফিস সূত্রে জানা যায়, প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, ফাইন আর্টস বিভাগের সভাপতি পদে অধ্যাপক ড. আক্তারুল ইসলাম, টিএসসিসির পরিচালক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলের পরিচালক পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মোস্তফা জামাল হ্যাপি ও আইন প্রশাসক হিসেবে আইন বিভাগের ড. আনিচুর রহমান নিয়োগ প্রাপ্ত হয়েছেন।
এ ছাড়া পরিবহন প্রশাসক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা পদে ড. শেলীনা নাসরীন ও দেশরতœ শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে ড. শামসুল আলমকে পুনর্বহাল করা হয়েছে।
Leave a Reply