December 22, 2024, 1:05 pm
দৈনিত কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াতে পথশিশুদের কল্যাণে যাত্রা শুরু করলো গিফট নামের একটি গার্মেন্টস শপের। বুধবার কুষ্টিয়া ফায়ার সার্ভিসের বিপরীতে কুষ্টিয়া হাই স্কুল মার্কেটে দোকানটির শুভ উদ্বোধন করেন মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মতিউর রহমান লাল্টু।
টোকাই সমিতির অর্থায়নে ও পরিচালনায় অসহায় পথশিশু টোকাইদের কল্যাণে পরিচালিত হবে এ শপটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডীন ড. শাহজাহান মন্ডল, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক খন্দকার ইকবাল মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, দেশের বাণী পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মমিজুর রহমান মমিজ, মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন।
অনুষ্ঠান উপস্থাপন করেন এ্যাডভোকেট মুহাইমিনুর রহমান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি তৌহিদুল ইসলাম জামাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও সম্মিলিত সামাজিক জোটের সিনিয়র সংগঠক এস. এস. রুশদী, নিউজ ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাসান জাহিদ, বিশিষ্ট নারী নেত্রী দীনা লায়লা, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুন্নাহার সীমা, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শিমুল, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদ, গড়াই ক্রীড়া সংসদের আহবায়ক ইব্রাহিম হোসেন প্লাবন ও সংগঠক প্রান্তিক আল শাহাদ।
Leave a Reply