দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, সাবেক বিচারপতি এ টি এম ফজলে কবীরকে আইন কমিশনের সদস্য হিসেবে ৩ বছরের জন্য পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আগামী ৩ বছরের জন্য আইন কমিশনের সদস্য পদে নিয়োগ করা হয়েছে।
কমিশনের সদস্য পদে থাকাকালে বিচারপতি আবু বকর সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের এবং বিচারপতি এ টি এম ফজলে কবীর হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাপ্রাপ্ত হবেন বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি