December 24, 2024, 12:04 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম বলেছেন এই প্রজন্মকে বাঙালীর লোকজ সংস্কৃতির ছোঁয়ায় বড় করে তুলতে হবে। নিজ জাতির সংস্কৃতি জানলেই প্রজন্ম থেকে প্রজন্মের প্রতিটি শিশু সফল হবে। তারাই দেশকে সফল করবে। তিনি বলেন বাঙালীর একটি অত্যন্ত মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এটা প্রজন্মের প্রতিটি শিশুকে জানাতে হবে।
তিনি শনিবার কুষ্টিয়ার অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া পাবলিক স্কুলে পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন বিশ্বের অনেক দেশ আছে যারা নানভাবে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে হারিয়ে ফেলেছে। কিন্তু বাংলাদেশ এমন দেশ যরা সাংস্কৃতিক ঐতিহ্য হারিয়ে যায়নি। এগুলো আমাদের উৎসাহ, এগুলো অনুপ্রেরণা।
বিদ্যালয় প্রঙ্গণে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ এ পিঠা উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
স্কুলের চেয়ারম্যান ড. আমানুর আমানের সভাপতিত্বে পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, বিশিষ্ট ব্যবসায়ী ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক অজয় সুরেকা, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা সন্টু, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওলিউর রহমান, কুষ্টিয়া জিকে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মামুন, সহকারী শিক্ষক মো: জাকারিয়া সনো হসপিটালের ব্যাবস্থাপক শাহ আলম।
বিশেষ অতিথি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ বলেন পিঠা উৎসবের মতো অনুষ্ঠানগুলো আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় আমাদের হাজার বছরের ঐতিহ্যের কাছে। যেখানে রয়েছে আমাদের শিকড়। সেটি ভুলে গেলে চলবে না।
প্রফেসর ড. সেলিম তোহা বলেন এই প্রজন্মকে নানাবিধ উপায়ে আমরা আমাদের সংস্কৃতির মুলধারার কাছে রাখতে পারি। এ ধরনের উৎসব তার মধ্যে অন্যতম। তিনি ভবিষ্যত প্রজন্মকে মুলধারা থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে নেয়ার আহবার রাখেন।
Leave a Reply