December 22, 2024, 10:00 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আগামী ১ মার্চ থেকে নিজ প্রতিষ্ঠানেই সরকারি চিকিৎসকরা রোগী দেখতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার (২২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মিডিয়া ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সরকারি ইনস্টিটিউটের প্র্যাকটিসের কথা বলা হয়েছে, যাতে তারা নিজেদের প্রতিষ্ঠানে প্র্যাকটিস করতে পারে। কারা কতক্ষণ কীভাবে প্র্যাকটিস করবে সেটি বাস্তবায়নে একটি টিম গঠন করেছি, তারা আমাদের অবহিত করবেন।
‘মার্চ মাস থেকে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু হবে’ উল্লেখ করে বলেন, পাইলট প্রকল্প হিসাবে ৫০টি উপজেলা ২০টি জেলা ও পাঁচটি মেডিকেল এর আওতাভুক্ত থাকবে। এতে রোগীরা বেশি চিকিৎসা পাবেন।
ফি কি বেশি হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, বাইরে যে ফি তারা নেন, সেক্ষেত্রে নিজের প্রতিষ্ঠানে অবশ্যই কম ফি নেবেন বলে আশা করি। বাইরে যা ফি হয় তার চেয়ে কমই হয়তো গ্রহণ হবে। চেম্বারে বসে যে পরামর্শ দেয়া হয় সেগুলো তারা দেবেন। সেটা অফিসের কর্মঘণ্টার পর। সেখানে কাজ করার জন্য আমরা অবশ্যই তাদের তাগিদ দেব।
জাহিদ মালেক আশা করেন, চিকিৎসকরা নিজ প্রতিষ্ঠানে সময় দিলে বাইরে সময় দিতে পারবে না।
Leave a Reply