December 21, 2024, 9:56 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার সাহিত্য-সংস্কৃতিকে জীবন্ত রাখার আহবানের মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে দুইদিনের সাহিত্য মেলা। দুদিনের এ মেলা শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয়। মেলা উদ্ধোধন করেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় মেলার সমন্বয় করে বাংলা একাডেমি। বাস্তবায়ন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আকম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাইমন জাকারিয়া।
অনুষ্ঠান মালার মধ্যে ছিল প্রবন্ধ পাঠ, পঠিত প্রবন্ধের উপর আলোচনা, প্রশিক্ষণ কর্মশালা ও কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুদিনের অনুষ্ঠানে কুষ্টিয়ার সাহিত্য-সংস্কৃতি, কবিতা, নাটক নিয়ে মোট তিনটি প্রবন্ধ উপস্থাপিত হয়। একই সাথে ছিল এসব প্রবন্ধের উপর আলোচনা। উল্লেখযোগ্যদের মধ্যে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, ড. রাশিদুজ্জামান প্রমুখ। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন নোয়াখালী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মাসুদ রহমান, মোস্তাফিজ কারিগর প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য প্রদান করেন ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাইমন জাকারিয়া ও বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
উপস্থাপিত প্রবন্ধে কুষ্টিয়ার সাহিত্য-সংস্কৃতির দীর্ঘ ইতিহাস তুলে অঅনা হয়। জাতিয় সংস্কৃতির সুস্থধারা নির্মাণে কুষ্টিয়ার অবদানকে তুলে ধরা হয়।
এসময় বক্তারা বলেন কুষ্টিয়া জেলা বাংলাদেশের প্রচীনতম জেলাগুলোর একটি। সময়ের সমীকরণে যা অতিক্রম করছে ৭৪ বছরের নানামুখী ইতিহাস। বহুকাল পূর্ব থেকেই বাংলাদেশের মুল সংস্কৃতির ধারাকে নানাভাবে প্রতিনিধিত্ব ও প্রভাবিত করে আসছে এই জেলা।
এই জেলার এই শিল্প-সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে হবে। বক্তারা কবি সাহিত্যিকদের আরও বেশী কাজ করে যাওয়ার আহবান জানান।
Leave a Reply