দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তেল নামিয়ে ফেরার পথে ট্রেনের পেছনের গার্ড বগির চার চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে। দ্রুত বগিটি উদ্ধারের পর রেল যোগাযোগ সচল করা হবে।
ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর রেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ট্রেনটি খালি অবস্থায় সান্তাহার থেকে খুলনায় ফিরছিল। পথে দৌলতপুরের বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি