দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতা হলেন ইরফান (৩৪) ও আসিক (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে ও আসিক মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিসযটি নিশ্চিত করে জানান ইরফান ও আসিক মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলেন। রাত ৯টার দিকে শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ট্রলির সাথে সংঘর্ষ হয়। এসময় তারা গুরুতর আহত হন। উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
আমানুর আমান
২৫/১২/২০২২
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি